August 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 25th, 2025, 6:00 pm

ব্যাপক হট্টগোলোর মাঝে আদালতে অসুস্থ তৌহিদ আফ্রিদি, পাঁচ দিনের রিমান্ড

 

আদালতে তোলার সময় ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েছিলেন তৌহিদ আফ্রিদি। এ সময় তাকে ক্লান্ত, বিধ্বস্ত দেখাচ্ছিল।

ভ্যাপসা গরমে অস্বস্তির মাঝে আদলত ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, উৎসুক মানুষের ভিড়ে নাজেহাল অবস্থায় তৌহিদ আফ্রিদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

গরমে ক্লান্ত তৌহিদ আফ্রিদিকে পুলিশের এক সদস্য বোতলজাত খাবার পানি দিতে দেখা গেছে। তৃষ্ণার্ত আফ্রিদিকে সাথে সাথেই পানি পান করতেও দেখা গেছে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আসাদুল হক বাবু নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

তৌহিদ আফ্রিদিকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বরিশাল থেকে সিআইডির বিশেষ দল অভিযান চালিয়ে রোববার রাতে তাকে গ্রেফতার করে।

একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট গুলশান থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেফতার করেছিল।

এনএনবাংলা/