রাজধানীর শাহবাগে শনিবার (৮ নভেম্বর) বিকাল চারটায় দশম গ্রেডসহ তিন দফা দাবিতে অবস্থানরত প্রাথমিক শিক্ষকরা পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশ তাদের ব্যারিকেড ভাঙার চেষ্টা রোধ করতে সাউন্ড গেনেড ও জলকামান ব্যবহার করে।
এর আগে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ দশম গ্রেডসহ তাদের তিন দফা দাবিতে কলম বিসর্জন কর্মসূচির ঘোষণা দেয়। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষকরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামছুদ্দিন মাসুদ বলেন, আমাদের সচিব ও উপদেষ্টা হয়তো কলমের অভাবে সই করতে পারছেন না। আমরা তাদের উদ্দেশে আজ কলম সমর্পণ করব, যাতে সহকারী শিক্ষকদের দশম গ্রেডসহ তিন দফা দাবির বাস্তবায়ন হয়।
অবস্থান কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেছেন—
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম-শাহীন) সভাপতি প্রধান শিক্ষক আবুল কাসেম,
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি,
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা,এবং দেশের বিভিন্ন অঞ্চলের প্রাথমিক শিক্ষকরা।

শিক্ষকরা উল্লেখ করেছেন, পুলিশের উপ-পরিদর্শক, নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা দশম গ্রেডে বেতনভাতা পান। তবে সর্বোচ্চ ডিগ্রি থাকা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন লড়াই করেও ১১তম গ্রেড পাননি। এজন্য তারা এখন দশম গ্রেড নির্ধারণসহ তিন দফা দাবির বাস্তবায়নে মাঠে রয়েছেন।
কয়েক দফা আন্দোলনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দেয়। সেই অনুযায়ী গত ৭ আগস্ট অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয় তা বাস্তবায়ন না করে নবগঠিত পে-কমিশনে পাঠায়। দুই মাস পেরিয়ে গেলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা পে-কমিশনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে পে-কমিশন জানায়, শিক্ষকদের গ্রেড পরিবর্তনের কাজ তাদের এখতিয়ারভুক্ত নয়, এটি সার্ভিস কমিশনের কাজ। পে-কমিশনের অপারগতার কারণে শিক্ষকরা আবারও তাদের দাবি দশম গ্রেডে ফিরিয়ে আনে এবং তা বাস্তবায়নের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
চট্টগ্রাম বন্দরে ভিড়ল পাকিস্তানের যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’
রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতিও ভালোভাবে চলবে: গভর্নর