সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন। রবিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তৃণমূল বিএনপির মহাসচিব আক্কাস আলী খান জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ২৫ মিনিটে স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুদা।
হুদা তার স্ত্রী সিগমা হুদা, দুই মেয়ে এবং অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ঢাকা-১ আসনের চারবারের সংসদ সদস্য, আইনজীবী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির শাসনামলে তথ্যমন্ত্রী (১৯৯১-১৯৯৬) এবং যোগাযোগমন্ত্রী (২০০১-২০০৬) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১২ সালে হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন এবং বিএনএফ নামে একটি নতুন দল গঠন করেন।
২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
শুধু সংস্কার ও নির্বাচন প্রশ্নে নয়, বাংলাদেশের ভবিষ্যতের জন্যও প্রয়োজন ঐক্য
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সতর্কতামূলক ব্যবস্থা দুর্যোগের ক্ষতি থেকে বাঁচার সহায়ক