অনলাইন ডেস্ক :
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, দেশবরেণ্য আইনজীবী, সাবেক এমপি, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন এর মৃত্যুতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী মাওলানা আব্দুর রকিব, মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার মইনুল ছিলেন ন্যায় প্রতিষ্ঠায় এক আপোষহীন জাতীয় ব্যক্তিত্ব ও আন্দোলনমুখী নেতা। তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত কেটেছে দেশের মাটি ও মানুষের কল্যাণে। কোন ধরনের লোভ-লালসা তাঁকে বিচ্যুত করতে পারেনি। তিনি ছিলেন আইনজীবী জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর আদর্শ-ঐতিহ্য এদেশের জাতীয়তাবাদী শক্তির জন্য বড় নিয়ামক ছিল। যিনি সারাটি জীবন এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষ সহ নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে গেছেন।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে
উন্নয়ন বিচ্যুতিতে রংপুর রেলওয়ে স্টেশন মাসে আয় কোটি টাকা, উন্নয়নে মন নেই