নিজস্ব প্রতিবেদক:
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, প্রখ্যাত আইনজীবী, এবং ইংরেজি দৈনিক নিউ নেশন পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
গত বছর এই দিনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সর্বমহলে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন এই ব্যক্তিত্বের জীবনাবসান ঘটেছিল ৮৩ বছর বয়সে। সদা হাস্যোজ্জ্বল, সদালাপি, অমায়িক, বিনয়ী, বন্ধুবৎসল আর প্রাণচাঞ্চল্যে ভরপুর সাদা মনের মানুষ ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। তার মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছিল। বিভিন্ন মহলের অসংখ্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ ঘটে।
আইন-অঙ্গন, সাংবাদিকতা, রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন একজন স্বনামখ্যাত ব্যক্তিত্ব। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। অন্যায়-অবিচার-সামাজিক অসংগতি, বিরুদ্ধে আজীবন সোচ্চার ও প্রতিবাদী ছিলেন তিনি। সৎ-উদার, গণতন্ত্রমনা, দেশপ্রেমিক ব্যারিস্টার মইনুল হোসেন রক্তচক্ষু উপেক্ষা করে অসংকোচে সত্য প্রকাশে ছিলেন নির্ভীক। এজন্য উনাকে রাজনীতির প্রতিহিংসার স্বীকার হয়ে কারাবরণও করতে হয়েছে। জাতির ক্রান্তিকালে-দুঃসময়ে-গণতন্ত্রের সংকটে তার বলিষ্ঠ ভূমিকা এবং কণ্ঠস্বর অব্যয়-অক্ষয় হয়ে থাকবে অনন্তকাল।
ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনের শুরুতে বারিধারা বাসভবনে কোরআন তেলওয়াত আজিমপুরে কবরস্থানে উনার সমাধিস্থলে ইত্তেফাক পরিবারের পক্ষ থেকে দোয়া মাফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উনার ছোট ভাই আনোয়ার হোসেন মঞ্জু সহ ইত্তেফাক পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তা বৃন্দু বেলা ১১টায় ব্যারিস্টার মইনুল হোসেন ছোট ছেলে আরসাদ হোসেন, দি নিউ নেশনের সম্পাদক মোকারম হোসেনসহ নিউ নেশন পরিবারের সদস্যরা দোয়া ও ফুলে শ্রদ্ধা জ্ঞান করেন। বিকেলে ইত্তেফাক পত্রিকা অফিস, নিউ নেশন অফিসের মানিক মিয়া ফাউন্ডেশন মিলনায়তনে ও জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মতিঝিলের আজিজ টাওয়ারে পৃথক পৃথকভাবে দোয়ার আয়োজন করা হয়।
আরও পড়ুন
‘উপদেষ্টাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তাঁদের পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে’
ছয় মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় অংশ জব্দ করা হবে: গভর্নর
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির