August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 14th, 2025, 8:50 pm

ব্যাহত হচ্ছে সেবার মান; মৌলভীবাজার চক্ষু হাসপাতালে স্বজনপ্রীতি

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার মাতারকাপন এলাকায় অবস্থিত বিএনএসবি চক্ষু হাসপাতালে স্বজনপ্রীতি ও পক্ষপাতমূলক আচরণের কারণে ব্যাহত হচ্ছে সেবার মান। অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে বিদেশী দাতা সংস্থা ও আজীবন সদস্যদের অনুদানে গড়ে ওঠে। ফলে প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব পান আজীবন সদস্যরাই।

প্রতি তিন বছর পর পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এখানে রয়েছে এক শুভংকরের ফাঁকি। আজীবন সদস্যদের পরিবারের সদস্যদের মধ্যে থেকে আবার অনেকেই এখানে চাকুরীতে নিয়োজিত রয়েছেন। এভাবে চাকুরীতে থাকা দক্ষ ও অদক্ষ অনেকেরই রয়েছেন পরিচালনা কমিটিতে বাবা,চাচা,ভাই,খালা ও খালু।

এতে কর্মরতদের পেশাদারী কাজে কোন অনিয়ম হলে পরিচালনা কমিটির স্বজনপ্রীতির দুর্নীতির কারণে নেয়া যায় না সঠিক সিদ্ধান্ত।

ভুক্তভোগী অনেকেই বলেছেন,পরিচালনা কমিটির স্বজনপ্রীতির কারণে হাসপাতালে কর্তব্যরত অনেকেরই জবাবদিহিতা নেই। অনেকে স্বেচ্ছাচারি মনোভাব নিয়ে চলেন,রোগীদের সাথে করেন খারাপ আচরণ,সঠিক সময়ে অনেকেই অফিসে আসেন না এমন অভিযোগ রয়েছে। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সঠিকমানের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। গত এক দশক থেকে এই হাসপাতালে আজীবন সদস্য পদের জন্য জেলার অনেকেই আবেদন করেছেন। কিন্ত বর্তমান পরিচালনা কমিটির সদস্যরা নিজেদের স্বার্থ ও নেতৃত্ব হারানোর ভয়ে বিষয়টি ঝুঁলিয়ে রেখেছেন। পরিচালনা কমিটির এমন স্বেচ্ছাচারি সিদ্বান্তের কারণে অনেকের মনে রয়েছে চরম ক্ষোভ। অনেক আজীবন সদস্য মৃত্যবরণ করেছেন কিন্তু তাদের ছেলে,মেয়ে ও নাতিরা সংযুক্ত রয়েছেন হাসপাতালের সাথে। যেন এটি একটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগামী ১৬ আগষ্ট মৌলভীবাজার জেলা প্রশাসকের নেতৃত্বে নতুন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে ইতিমধ্যে অনেকেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।

এ ব্যাপারে অনেকের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালের সেবার মান উন্নতি করতে,কর্মকর্তা ও কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে পরিচালনা কমিটিতে যাদের রাখা হবে তারা তাদের কোন সন্তান ও আত্মীয় স্বজন যেন এই হাসপাতালে চাকুরির সুযোগ না পান।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক মো.ইসরায়েল হোসেন বলেন,বিষয়টির ব্যাপারে আমি এখন গভীরভাবে অবগত হয়েছি। আগামী মিটিং-এ এসব বিষয়ে সবার সাথে কথা বলে ও আরও খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

 

 

 

পারভেজ আহমেদ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: