January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 26th, 2021, 8:23 pm

ব্রাজিলীয় ফুটবলারের সঙ্গে মুস্তাফিজের মিল

অনলাইন ডেস্ক :

ব্রাজিল জাতীয় দলের ফুটবলার ফাবিনহোর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা মুস্তাফিজুর রহমানের চেহারার মিল খুঁজে পেয়েছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস। মুস্তাফিজ ও ফাবিনহোকে দেখতে প্রায় একই রকম লাগে। বিশেষ করে দুজনের হাসি প্রায় এক রকম। সেই বিষয়টি দৃষ্টি এড়ায়নি মুস্তাফিজের দল রাজস্থানের। সোমবার মুস্তাফিজ ও ফাবিনহোর ছবি একসঙ্গে আপলোড করা হয়েছে রাজস্থান রয়্যালসের ভেরিফায়েড পেইজে। ক্যাপশনে দুজনের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে বলা হয়েছে। ইংলিশ ক্লাব লিভারপুলে খেলা ফাবিনহোর এই ছবিটি সর্বশেষ কোপা আমেরিকার। কোপা চলাকালীন ব্রাজিলীয় তারকার এই ছবিটি বাংলাদেশেও ভাইরাল হয়েছিল। মুস্তাফিজের চেহারার সঙ্গে মিল খুঁজে পেয়েছিল নেটিজেনরা। রাজস্থান রয়্যালস দুজনের আপলোড করার পর বিষয়টি আবারও ভাইরাল হয়েছে। রাজস্থানের পোস্টে মজার মজার মন্তব্য করছেন মুস্তাফিজের ভক্তরা। ফুয়াদ আহমেদ নামে একজন লিখেছেন, ‘মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই।’ মুরশিদ নামে একজন বলেছেন, ‘মাথা ন্যাড়া করে ছদ্মবেশে ব্রাজিলের জার্সিতে খেলে যাচ্ছে বাংলাদেশের মুস্তাফিজ।’