January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 4th, 2022, 8:19 pm

ব্রাজিলের অনুশীলনে ফিরেছেন নেইমার

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপে নেইমারকে পাওয়া নিয়ে যখন শঙ্কার মেঘ জড়ো হচ্ছে। তখন কিছুটা হলেও মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত দিলেন নেইমার। ব্রাজিলের অনুশীলনে ফিরেছেন সেলেসাওদের প্রাণভোমরা। গত শনিবার ইন্সটাগ্রামে নেইমার নিজেই অনুশীলনের ছবি পোস্ট করেছেন। ইতিবাচক বার্তাও দিয়েছেন সকলকে, ‘আমি ভালোবোধ করছি। জানতাম যে ঠিক এটাই ঘটবে।’ অবশ্য খুব বেশি কঠোর পরিশ্রম করতে দেখা যায়নি তাকে। বল নিয়ে ড্রিলের পাশাপাশি গোল বরাবর শট নিতে দেখা গেছে। সার্বিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার পর এতদিন অনুশীলনের বাইরে ছিলেন। তবে ব্রাজিলের ফুটবল ফেডারেশন যে ছবি পোস্ট করেছে, তাতে আশান্বিত হতেই পারেন তিতে। নেইমার ব্যক্তিগত ড্রিলের পাশাপাশি দুই পায়ে বল নিয়ে কারিকুরি করেছেন। তাতে অস্বস্তির কোনো ছাপ ছিল না। ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমারের কাছ থেকে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি যদিও। তাই বলা যাচ্ছে না দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোয় নেইমার খেলবেন কিনা। শুক্রবার লুসাইল স্টেডিয়ামেও সতীর্থদের সঙ্গে নেইমারকে খুব হাসিখুশি দেখা গেছে। হাঁটার সময় কোনো ধরনের অস্বাভাবিকতা ছিল না।