January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 22nd, 2022, 8:02 pm

ব্রাজিলের পতাকাবাহী অটোরিকশায় ৫৭ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২

চাঁদপুরের হাজীগঞ্জবাজার থেকে ব্রাজিলের পতাকাবাহী সিএনজি চালিত অটোরিকশা থেকে ৫৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসময় দু’জনকে গ্রেপ্তারের দাবি করেছে হাজীগঞ্জ পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) সকালে গোপন সূত্রে অভিযান চালিয়ে হাজীগঞ্জ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লা জেলার লাকসাম থানার সাহাপুর গ্রামের নিখিল সাহার ছেলে জীবন সাহা (২৫) ও একই থানার বাতাখালি গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে রুবেল হোসেন (২৬)।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, ছয় বোতল রয়েল স্টেগ, ১১ বোতল স্টার্লিং রিজার্ভ, ১০ বোতল সিগ্নেসার, চার বোতল রয়েল গ্রিল, ২০ বোতল ব্লেন্ডার্স প্রাইড ও ছয় বোতল হিমেন বিয়ারসহ মোট ৫৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ সময় অটোরিকশার দু’জন যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর বিকালে চাঁদপুর আদালতে চালান দিলে আদালত তাদেরকে কারাগারে পাঠান।

—-ইউএনবি