September 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 18th, 2025, 12:38 pm

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শরীরে ক্যানসার শনাক্ত

বমি ও নিম্ন রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শরীরে ত্বকের ক্যানসার ধরা পড়েছে। বর্তমানে তিনি বাসায় গৃহবন্দি অবস্থায় চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য নিশ্চিত করে জানায়, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়ার পরদিনই তার শরীরে ত্বকের ক্যানসারের প্রাথমিক ধাপ শনাক্ত হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরীক্ষায় তার ত্বকে ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’ ধরা পড়েছে। চিকিৎসকরা বলছেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হবে। ৭০ বছর বয়সী বলসোনারো গত মঙ্গলবার বমি ও নিম্ন রক্তচাপ নিয়ে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি হন। তবে গত রোববার তার বুক ও হাতে থাকা ক্ষতস্থান থেকে টিস্যু অপসারণের সময় ক্যানসার ধরা পড়ে।

তার অনকোলজিস্ট ক্লাউদিও বিয়ারোলিনি জানিয়েছেন, এটি মাঝারি ধরণের ত্বকের ক্যানসার—সবচেয়ে হালকা ও সবচেয়ে আক্রমণাত্মক ধাপের মাঝামাঝি পর্যায়ে। বর্তমানে এটি ‘ইন সিটু’ ধাপে রয়েছে, অর্থাৎ অস্বাভাবিক কোষগুলো এখনো শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েনি। তিনি আরও জানান, অস্ত্রোপচারই এর চিকিৎসার জন্য যথেষ্ট হবে এবং দুই সপ্তাহের মধ্যে সেলাই ও ব্যান্ডেজ খোলা হবে বলে আশা করা হচ্ছে। বুধবার তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন।

উল্লেখ্য, ক্ষমতা দখলের ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত হওয়ার আগেই বলসোনারো গৃহবন্দি ছিলেন। সম্প্রতি তাকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি আলেকজান্দ্রে দে মোরেসের নির্দেশ অনুযায়ী, চিকিৎসার প্রয়োজনে তিনি বাসার বাইরে যেতে পারবেন, তবে প্রতিবারই তার আইনজীবীদের আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

বলসোনারোর সমর্থকরা বলছেন, তার শারীরিক জটিলতার কারণে তাকে কারাগারে পাঠানো হলে ঝুঁকি আরও বাড়বে। তাই তিনি যেন বাড়িতেই সাজা ভোগ করতে পারেন, সেটাই যৌক্তিক হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার জ্যেষ্ঠ পুত্র সিনেটর ফ্লাভিও বলসোনারো লিখেছেন—

“আমার বাবা আগেও কঠিন লড়াইয়ে জয়ী হয়েছেন, এবারও ভিন্ন কিছু হবে না।”

 

এনএনবাংলা/