December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 20th, 2021, 12:52 pm

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়ালো

অনলাই্ন ডেস্ক :

করোনায় মৃতের সংখ্যায় ব্রাজিল শনিবার যুক্তরাষ্ট্রের পর প্রথম ৫ লাখের সীমা অতিক্রম করেছে। দক্ষিণ আমেরিকার এই দেশটি তৃতীয় দফায় করোনা মহামারি মোকবিলা করছে।
স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোজা এক টুইটে বলেন, “করোনা মহামারিতে ব্রাজিলের ৫ লাখ লোকের মৃত্যু হয়েছে।”
স্বাস্থ্য মন্ত্রনালয়ের রিপোর্টে বলা হয়, গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩০১ জনের মৃত্যুসহ করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮শ’ জনে। বিশেষজ্ঞরা এই সংখাকে প্রকৃত হিসাবের চেয়ে কম বলে আশঙ্কা করেছেন।
গত ১০ মে’র পর চলতি সপ্তাহে প্রথম দৈনিক মৃত্যু গড়ে ২ হাজার অতিক্রম করেছে।
স্পিরিতো সান্তো ইউনিভার্সিটির রোগতত্ত্ববিদ এথেল ম্যসেইল এএফপিকে বলেন, করোনার তৃতীয় ঢেউ ইতোমধ্যেই মৃত্যুর হার বৃদ্ধি করছে।
তিনি বলেন, “এই অবস্থার পরিবর্তন করতে পারে ভ্যাক্সিনেশন কার্যক্রম, কিন্তু এটি খুব ধীর এবং কোন বিধিনিষেধ দেখা যাচ্ছে না।”
প্রধান নগরীগুলো মোটামুটি সাধারণ জীবনযাপনে ফিরে গেছে, রেস্তোরা, বার, দোকানপাট খোলা, লোকেরা মাস্ক ছাড়াই ঘুরছে। ব্রাজিলের ২৭ টি রাজ্যের মধ্যে ১৯ টি তে পরিস্থিতি গুরুতর। হাসপাতালের ৮০ শতাংশের বেশী ইনটেনসিভ কেয়ারে করোনা রোগী রয়েছে, এর মধ্যে ৯ টি রাজ্যে এই হার ৯০ শতাংশের বেশী।