অনলাইন ডেস্ক :
ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় নিখোঁজদের সন্ধানে গত মঙ্গলবার উদ্ধারকর্মীরা ব্যাপক অভিযান চালিয়েছে। গত সপ্তাহের শেষ দিকে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে কমপক্ষে ৪৬ জনের ও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। খবর এএফপি’র। সমুদ্র সৈকতের জন্য জনপ্রিয় সাও সেবাস্তিয়াও নগরীতে ২৪ ঘণ্টায় প্রায় ৬৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মাসিক বৃষ্টিপাতের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ দুই গুণেরও বেশি। নগরীটি সাও পাওলোর প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। রাজ্য সরকার জানায়, এই অঞ্চলে বৃষ্টিপাতের ক্ষেত্রে এটাই নতুন রেকর্ড। এদিকে ইনমেট আবহাওয়া পরিষেবা সংস্থা জানায়, এই অঞ্চলে চলতি সপ্তাহে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জরুরি কর্মীরা মঙ্গলবার আরও মৃতদেহ উদ্ধার করেছে। এদিকে কর্তৃপক্ষ এই এলাকায় আরও ভূমিধসের সতর্কতা জারি করেছে। সাও পাওলোর গভর্নর কার্যালয় জানায়, এই অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। গত মঙ্গলবার রাতে গভর্ণরের কার্যালয় জানায়, এই দুর্যোগে মৃতের সংখ্যা ৪৪ থেকে বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম