January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 28th, 2023, 8:50 pm

ব্রাজিলে শস্য গুদামে বিস্ফোরণে নিহত ৮, নিখোঁজ ১

অনলাইন ডেস্ক :

ব্রাজিলের পারানা রাজ্যে একটি শস্য গুদামে বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গত বুধবার রাজ্যটির প্যালোচিনার শহরের সি. ভেল কৃষি সমবায় সংস্থার গুদামে বিস্ফোরণটি ঘটে, এতে আরও একজন নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার পারানা রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কোম্পানিটি জানিয়েছে।

ছোট শহর প্যালোচিনার অবস্থান পারানার রাজধানী কুরিচিবা থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরপশ্চিমে। পারানা ব্রাজিলের অন্যতম শীর্ষ কৃষিপ্রধান রাজ্য। এক বিবৃতিতে সি. ভেল বলেছে, উদ্ধার কর্মীরা নিখোঁজ এক ব্যক্তির সন্ধানে কাজ করতে থাকায় এই মুহূর্তে বিস্ফোরণের কারণ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। কোম্পানিটির এক মুখপাত্র জানান, নিহতদের মধ্যে সাতজন বিদেশি, অধিকাংশই হাইতীয় এবং একজন ব্রাজিলীয়।

সি. ভেল জানিয়েছে, যে শস্য গুদামে বিস্ফোরণ ঘটেছে সেটিতে প্রায় ১২ হাজার মেট্রিক টন সয়াবিন ও ৪০ হাজার মেট্রিক টন ভুট্টা আছে। বিস্ফোরণের পর এক ডজনের কাছাকাছি আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে। সি.ভেল প্রতিবেশী প্যারাগুয়েসহ ব্রাজিলের পাঁচটি রাজ্যজুড়ে ১২৫টি ইউনিটে শস্য গুদামজাত করে। এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন পারানার কৃষি সমবায় গোষ্ঠী ওসিইপিএআর এর প্রেসিডেন্ট জোজে হিকেন। ‘দীর্ঘদিন ধরে’ ওই এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।

এর আগে ১৯৯৩ সালে একই ধরনের একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে সি. ভেল নিশ্চিত করেছে। বিস্ফোরণের কারণ নিয়ে কোনো ধারণা প্রকাশ করতে রাজি হননি হিকেন, এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। শস্য ধূলিকণা অত্যন্ত দাহ্য একটি উপাদান। শস্য গুদামের মতো আবদ্ধ জায়গায় এগুলো আগুন বা বিস্ফোরণের কারণ হতে পারে। তবে এ ঘটনার ক্ষেত্রে কী ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।