মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
ব্রাক্ষণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মোঃ আলমগীর ও তার সহযোগী মোঃ বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গোপন সংবাদে রাতে থানার এসআই মোঃ মেহেদী হাসান জুয়েল এর নের্তৃত্বে একদল পুলিশ মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় অভিযান চালিয়ে আলমগীর ও বিল্লালকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আলমগীরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ২১টি মামলা রয়েছে। অপরদিকে তার সহযোগী মোঃ বিল্লাল হোসেনের বিরুদ্ধে রয়েছে ১৫ টি মামলা। আলমগীর দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সরদার হিসেবে সক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, আলমগীর ও তার সহযোগীদের চুরি ও ডাকাতির কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্ক ও অতিষ্ঠতার মধ্যে দিন কাটাচ্ছিল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন
ডিমলার বুড়িতিস্তা নদী খনন ঘিরে উত্তেজনা, আনসার ক্যাম্পে হামলা-ভাঙচুর
নাসিরনগর মৎস্য অধিদপ্তরের মাছচাষিদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া: সাপাহার উপজেলা বিএনপির শোক ও স্মৃতিচারণ সভা