October 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 25th, 2025, 5:17 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩০

 

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের জেরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ নাসির উদ্দিন (৬৫) ওই গ্রামের মইজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সমর্থক দল ও একই গ্রামের সাচ্চু মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। শনিবার সকালে এই বিরোধের জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় নাসির উদ্দিন প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত নাসির উদ্দিন সাচ্চু মিয়ার সমর্থক ছিলেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনএনবাংলা/