ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে মালবাহী কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রবিবার (১৯ নভেম্বর) ঢাকা রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. সাজিদুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসীম উদ্দিন জানান, বিকাল ৩টায় ঢাকা রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা সাজিদুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে।
এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছে আউটার কলেজ পাড়ায় ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
লাইনচ্যুত হওয়ার কারণে ৩০০টিরও বেশি স্লিপার ক্লিপ স্থানচ্যুত হয়েছে, প্রায় আধা কিলোমিটার এলাকার রেললাইনের ক্ষতি হয়েছে।
মেরামত না হওয়া পর্যন্ত ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার আপ লাইনের ট্রেনগুলোকে পাঘাচং রেল স্টেশন থেকে তালশহর স্টেশন পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার ডাউন লাইন ব্যবহার করতে হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ না হওয়ায় আখাউড়া থেকে উদ্ধার ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।
আখাউড়া রেলওয়ে জংশন রেল স্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী (রেলওয়ে) মেহেদী হাসান বলেন, ৬০টি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার