December 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 29th, 2025, 7:24 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি জায়গা উদ্ধার করতে গিয়ে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে নাসিরনগরে বিক্ষোভ সমাবেশ

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজারে সরকারি ১ নম্বর খাস-খতিয়ানের হাটবাজার শ্রেণির পেরিফেরিভুক্ত জায়গার সীমানা নির্ধারণ করতে গিয়ে সদর ইউএনও অফিস ও ভূমি অফিসের কর্মচারীর ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানকারী অভিযুক্ত আসামীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নাসিরনগরে ননগেজেটেড কর্মকর্তা-কর্মচারীরা । এ ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানান তারা। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন  এ ঘটনার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একাধিক মামলা হলেও আমরা দৃশ্যমান কোন অগ্রগতি দেখছি না। যার ফলে আজকে আমরা কালেক্টরেট পরিবারের ননগেজেটেড কর্মকর্তা-কর্মচারীগণ শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করছে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মোঃ আতিকুর রহমান,অফিস সহকারী মোঃ জাকির হোসেন,সার্টিফিকেট সহকারী পংকজ চন্দ্র দাস,উপজেলা ভূমি অফিসের নাজির শেখ রমজান মিয়া,অফিস সহকারী ননী গোপাল দাস,ক্রেডিট চেকিং রবীন্দ্র চৌধুরী,

,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বিক্ষোভকারীরা  প্রশাসনের কাছে জোর দাবি জানান-

১. হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

২. আহত সদস্যদের চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৩. ভবিষ্যতে সরকারি জায়গা উচ্ছেদ কার্যক্রমে নিরাপত্তা জোরদার করা হোক।

আমরা সরকারি সম্পত্তি রক্ষায় সদা সচেষ্ট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি।

উল্লেখ,গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখ উধ্বর্তন কর্তৃপক্ষের বৈধ আদেশের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সদর উপজেলা ভূমি অফিস ও পৌর তহসিল অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজারস্থ সরকারি খাস জমির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর সন্ত্রাসীরা ন্যাক্কারজনক ভাবে হামলা করে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হন এবং সরকারি কাজ ব্যাহত হয়।