জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় সেই মাদক ব্যবসাযয়ী নুরুল হককে গাঁজা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ। দীর্ঘদিন যাবৎ পুলিশ তাকে খুঁজছে শেষ পর্যন্ত সে পুলিশের জালে আটক।
গ্রেফতারকৃত আসামি নুরুল হক (৬১)পিতা-মৃত মুক্তুল হোসেন, গ্রাম- কুটি বাজার, (খুরশিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া) থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
শনিবার ২০ আগস্ট প্রায় ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন কাঠেরপুল খাদ্য গোডাউনের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি পিকআপ যাহার রেজিস্ট্রেশন না¤॥^ার ঢাকা মেট্রো -ন-২০-৪০২২ আটক করা হয়।
উক্ত পিকআপ ভ্যানে তল্লাশি করে বিশেষ কায়দায় প্যাকেটিং অবস্থায় ২৫ প্যাকেট যাহার প্রতিটি ২ কেজি করিয়া ৫০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ব্যবহৃত গাড়ি ও আলামত সহ জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন পিপিএম ঘটনা সততা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ