January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 2nd, 2022, 12:34 pm

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যান চাপায় নিহত ৩

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০), হোসনে আরা (৫০) ও দুদু মিয়া (৬২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন জামাল উদ্দিন (৩১) ও ফাতেমা বেগম (৩৫)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম জানান, সকালে ওই মহাসড়কের রামপুর এলাকায় সিলেট অভিমুখী প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার একজন ও অপর দুজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি