December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 21st, 2021, 11:55 am

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-মাইক্রোর সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটি। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। দুমড়ে-মুচড়ে গেছে মাইক্রো ও পিকআপ।

নিহতদের মধ্য হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লাটিয়া গ্রামের রিপর খন্দকারের ছেলে রনি খন্দকারের নাম নিশ্চিত হওয়া গেছে। তিনি পিকআপের যাত্রী ছিলেন। নিহত আরেকজনের পরিচয় জানা যায় নি।

বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা অভিমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দুই আরোহী মারা যান। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।