জেলার সরাইলে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বাড়িউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল ভূঁইয়া (৫৫) নাসিরনগর উপজেলার ফেদিরকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আহতরা হলেন, দীন ইসলাম (২৬), জাবেদ মিয়া (২৮) ও নাজমুল হোসেন (৩০) ।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা প্রাইভেটকারযোগে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সরাইলের বাড়িউড়া এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছেনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা যাত্রী দুলাল ভূঁইয়া ঘটনাস্থলে মারা যান এবং অন্যরা আহত হন। পরে আহতদের উদ্ধার করে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
—ইউএনবি
আরও পড়ুন
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা
অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব