January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 8th, 2022, 7:46 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় নিহত ১,আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে পথচারী অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন-মোটরসাইকেল চালক জিয়াউর রহমান (৩৭), সিএনজিচালিত অটোরিকশা চালক পারভেজ (২৫),ব্যাটারিচালিত অটোরিকশা চালক সাদ্দাম (৩৪) ও দোকানদার রায়হান (২৫)।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস সিলেটে যাচ্ছিল। বাসটি ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী কুরুলিয়া খালের সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে যায়। এ ঘটনায় পথচারী এক নারীসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আহত নারী মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

—ইউএনবি