জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্ন আকাশ ছোঁয়া মানবিক সংগঠনের উদ্যোগে শতাধিক এতিম,সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার ১৬ এপ্রিল বিকেলে সুবিধা বঞ্চিত, পবিত্র মাহে রমজানে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পৌর এলাকার উত্তর পৈরতলাস্থ নতুন মাত্রা প্রধান কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।
সংগঠনের উপদেষ্টা আল আমীন শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সহ সভাপতি ইব্রাহিম খান সাদাত, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, সমাজসেবী মোঃ এনামুল হক। পরে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন।
উক্ত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসমান গণি নয়ন, আরেফিন হোসেন হৃদয়,বাতিঘরের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন, মোঃ হাকিম প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা স্বর্ণালী আক্তার, সার্বিক সহযোগিতায় ছিলেন ফজলে রাব্বি শামির,মোরশেদ প্রমুখ।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২