জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬ কর্মকর্তা-কর্মচারীকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসন। ১৩ জুলাই বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: শাহগীর আলম এর সভাপতিত্বে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে আলোচনা শেষে সর্বসম্মুখে পুরষ্কারপ্রাপ্তদের পুরস্কার, সর্বসম্মুখে তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার অফিস সহকারী মোহাম্মদ গোলাম কিবরিয়া, এল এ শাখার জারিকারক মো: ফজলু মিয়া, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের জারিকারক পন্ডিত সরকার ও উপজেলার হরষপুর উপসহকারী ভূমি কর্মরর্তা আব্দুল ওহাব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীন সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার দায়িত্বেরত ইউএনও প্রমুখ।
আরও পড়ুন
কুলাউড়া পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা
কুলাউড়ার জুনেলকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের
কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান, সম্পাদক মুহিত, সাংগঠনিক বদরুল নির্বাচিত