অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সামছুর রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক ও তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক আলমগীর হোসেন আদালতে সামছুর রহমানের এনআইডি ব্লক ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সামছুর রহমান অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। গোপন অনুসন্ধানে জানা যায়, তিনি ও তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।
দুদকের আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, সামছুর রহমান অবৈধভাবে অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। এসব সম্পদ ও অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত সংরক্ষণের স্বার্থে তার এনআইডি ব্লক করা এবং বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
বেবি পাউডারে ক্যান্সারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ