রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকা চতুর্থ বিশেষ জজ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। টিউলিপ সিদ্দিক ছাড়াও তার মা শেখ রেহানাকে ৭ বছর এবং খালা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় অন্য অভিযুক্তদেরও ৫ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো এই রায়ের খবর ফলাও করে প্রকাশ করেছে। বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, ‘বিনা উপস্থিতিতে বিচার শেষে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক এমপিকে কারাদণ্ড’। ফিনান্সিয়াল টাইমস শিরোনাম দিয়েছে, ‘সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে দুই বছরের কারাদণ্ড’।
স্কাই নিউজ জানাচ্ছে, ‘দুর্নীতির দায়ে বাংলাদেশে লেবার এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড’, আর দ্য ডেইলি মেইল শিরোনাম করেছে, ‘সাবেক সিটি মিনিস্টার ও লেবার এমপি টিউলিপ সিদ্দিক দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত, দুই বছরের কারাদণ্ড’।
দ্য গার্ডিয়ান ও দ্য টেলিগ্রাফও এ ঘটনায় বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে। গার্ডিয়ান জানিয়েছে, আসামিদের অনুপস্থিতিতেই বিচারকাজ ও রায় ঘোষণা করা হয়েছে। আদালতে রায় পড়ার সময় টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা, শেখ রেহানা বা অভিযুক্তদের পরিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন না।
এনএনবাংলা/

আরও পড়ুন
তারেক রহমান এখনো ভোটার হননি: ইসি সচিব
প্লট বরাদ্দে দুর্নীতিতে হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’, তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান