January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 1st, 2022, 7:42 pm

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পার্টি নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ হবে: সু গ্রে

অনলাইন ডেস্ক :

লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে পার্টির আয়োজন নিয়ে নতুন প্রতিবেদন করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) ডাউনিং স্ট্রিট জানিয়েছে, পুলিশের তদন্ত শেষ হলে এই নতুন প্রতিবেদন প্রকাশ করবেন ব্রিটিশ কেবিনেট অফিসের তদন্ত দলের প্রধান সু গ্রে। মহামামি শুরুর পর গত বছরের প্রথমভাগে পুরো ব্রিটেন যখন কড়া লকডাউনের বিধিনিষেধে আটকা, তখন ডাউনিং স্ট্রিটে খোদ প্রধানমন্ত্রীর বাড়ির বাগানে মদের পার্টি আয়োজন করা হয়। ব্রিটিশ কেবিনেট অফিসের সিনিয়র কর্মকর্তা প্রধান সু গ্রে-কে প্রধান করে এই ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গত সোমবার দীর্ঘ প্রতীক্ষিত প্রতিবেদনে প্রকাশ করে সু গ্রের নেতৃত্বাধীন কমিটি। এতে ওই পার্টি আয়োজনের পেছনে ‘নেতৃত্বের ব্যর্থতা’ ছিল বলে উল্লেখ করা হয়। লকডাউনের বিধিভঙ্গের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদনে বলা হয় সে সময় কিছু অনুষ্ঠান হয়েছিল, যেগুলোর অনুমতি দেওয়া ‘উচিত হয়নি’। তবে করোনাবিধি ভঙ্গের অভিযোগ নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত থাকায় পূর্ণাঙ্গ প্রতিবেদন করা হয়নি। ২০২০ সালের মে মাসে লকডাউনের বিধি ভেঙে ডাউনিং স্ট্রিট এবং বিভিন্ন সরকারি অফিসে পার্টি এবং তার কোনো কোনোটিতে প্রধানমন্ত্রী বরিস জনসনের অংশগ্রহণের খবর নিয়ে গত বছরের শেষ দিকে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে শোরগোল শুরু হয়। বিষয়গুলো তদন্তের জন্য গত ডিসেম্বরে যুক্তরাজ্যের কেবিনেট সেক্রেটারি সিমন কেইসকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী জনসন। কিন্তু কেবিনেট অফিসেই সেরকম একটি আয়োজন হয়েছিল- এমন ইঙ্গিত মেলার পর সিমন কেইস তদন্ত থেকে সরে দাঁড়ান এবং আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা সু গ্রেকে তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়।