শ্যাডো ইনভেস্টমেন্ট অ্যান্ড স্মল বিজনেস মন্ত্রী হিসেবে নিয়োগের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূতের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এমপি রুশনারা আলী।
চলতি সপ্তাহে এক বিবৃতিতে রুশনারা বলেন, ‘২০১৬ সাল থেকে বাংলাদেশে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত হিসেবে কাজ করা আমার জন্য আনন্দের। পদটি যে চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে এসেছে তা আমি পুরোপুরি উপভোগ করেছি এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে আমি অবদান রেখেছি জেনে আমি গর্বের সঙ্গে এই পদ ছেড়ে দিচ্ছি।’
তিনি বলেন, ‘ট্রেড এনভয় নেটওয়ার্কের ক্রস-পার্টি প্রকৃতি এর অন্যতম বড় শক্তি। আমার ক্ষেত্রে দায়িত্বটি আমাকে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক এবং আমাদের অর্থনৈতিক সম্পর্ককে সমর্থন ও গভীর করার সুযোগ দিয়েছে।’
প্রধানমন্ত্রী ঋষি সুনাককে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসা না পেলে আবার জুলাই হবে: পঙ্গু হাসপাতালে আহতদের হুঁশিয়ারি
উত্তাল হতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি