অনলাইন ডেস্ক :
ব্রিটেনে দাঙ্গার অভিযোগে ১ হাজার ২৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১১ বছরের শিশু থেকে শুরু করে ৬৯ বছরের বৃদ্ধও রয়েছেন। নৃশংসতা, অগ্নিসংযোগ, লুটপাট এবং মুসলিম ও শরণার্থীদের ওপর হামলার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ব্রিটেনের জাতীয় পুলিশ চীফের কার্যালয়ের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, দেশব্যাপী হাজারো মানুষকে আটকের পাশাপাশি ৫৭৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অনেককেই দ্রুত কারাগারে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে দীর্ঘমেয়াদী সাজা দেওয়া হয়েছে। ধ্বংসাত্মক কর্মকান্ডের দায়ে আটককৃতদের মধ্যে লিভারপুলের ৬৯ বছরের এক ব্যক্তি ও বেলফাস্টের ১১ বছরের এক শিশু রয়েছে। ব্যাসিংটন ম্যাজিস্ট্রেটের কোর্টে ১৩ বছর বয়সী এক শিশুকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এ বিষয়ে প্রসিকিউটর বলেছেন, ৩১ জুলাই মেয়েটিকে আশ্রয়প্রার্থীদের একটি হোটেলের দরজায় আঘাত করতে দেখা গেছে। ২৯ জুলাই ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় সাউথপোর্ট শহরে ছুরিকাঘাতে ৩ জন মেয়ে নিহত হয়। এ ঘটনায় এক মুসলিম শরণার্থীকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। এখান থেকেই দাঙ্গার সূত্রপাত হয়। গত সপ্তাহ থেকে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেওয়ার পর অস্থিরতা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করে।
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৭
হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন