January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 30th, 2022, 8:00 pm

ব্রিটেনে ৫-১১ বছর বয়সীদের জন্য করোনা টিকা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ব্রিটেন চলতি সপ্তাহ থেকে ৫ -১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দিতে কার্যক্রম শুরু করবে। রোববার (৩০ জানুয়ারি) দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে, যারা করোনাভাইরাসের ফলে উচ্চ ঝুঁকিতে রয়েছে তাদের মধ্যে অন্যতম ৫ থেকে ১১ বছরের শিশুরা। বার্তা সংস্থা রয়র্টাস জানায়, ব্রিটেন অন্যান্য দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তুলনায় শিশুদের টিকা প্রয়োগের ব্যাপারে কিছুটা ধীর গতি সম্পন্ন ছিল। কিন্তু এখন ব্রিটেনেও শিশুদের টিকার আওতায় নিয়ে আশা হবে। এ বিষয়ে যুক্তরাজ্যের ভ্যাকসিন মন্ত্রী ম্যাগি থ্রুপ বলেন,আমি চাই বাবা মা এবং অভিভাবকদের আশ্বস্ত করা হোক যে নিরাপত্তা, গুণগতমান এবং কার্যকারিতার প্রত্যাশিত মান পূরণ না হলে শিশুদের জন্য কোন নতুন ভ্যাকসিন দেয়া হবে না। তিনি আরও বলেন,আমি যতটা সম্ভব সবাইকে উৎসাহিত করি যাতে তারা তাদের সন্তানদের টিকা দেয়ার সময়ে হলে যেন টিকা প্রদান করেন। ব্রিটেনে শিশুদের ফাইজারের দুটি শটের ক্ষেত্রে ১০ মাইক্রোগ্রাম ডোজ দেয়া হবে, যা একজন প্রাপ্তবয়স্কদের ডোজের এক তৃতীয়াংশ। বর্তমানে ইংল্যান্ডে স্কুলের শিশুদের মধ্যে সংক্রমণ বেশি। জাতীয় পরিসংখ্যান ধারনা করছে, প্রায় ১২ শতাংশ অল্পবয়সী স্কুল ছাত্রদের করোনভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ জানুয়ারী পর্যন্ত।