ব্রুনাইয়ে মঙ্গলবার বিকালে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহত নুর মোস্তফা (৪৫) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাট এলাকার ধর্মপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রকাশ বাঘার ছেলে।
তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। তারা সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে সূত্র জানায়।
নিহতের চাচাতো ভাই নুর আলম জানান, বেশ কয়েক বছর আগে জীবিকার তাগিদে ব্রুনাই যান মোস্তফা। রাত ৮টার দিকে ব্রুনাই থেকে নুর মোস্তফার এক বন্ধু ফোন করে তার স্ত্রীকে দুর্ঘটনার খবর দেন।
ভাইয়ের লাশ দেশে আনতে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র দপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে