December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 3rd, 2024, 7:21 pm

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি ৩ কোটি টাকায়

নিজস্ব প্রতিবেদক:
স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি নিলামে ওঠার সংবাদ গতকালই জানা গিয়েছিল। আজ নিলামে সর্বকালের অন্যতম সেরা ব্যাটারের সেই টুপি বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ ৯৯.৯৪ গড়ের মালিকের বিক্রি হওয়া এটি দ্বিতীয় ব্যাগি গ্রিন টুপি।

বিক্রি হওয়া টুপিটি দীর্ঘ ৮০ বছরের পুরনো।

নিলাম প্রতিষ্ঠান বোনহ্যামস জানিয়েছে, ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে ঘরের মাঠে এই টুপি পরে খেলেছিলেন ব্র্যাডম্যান। অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের শেষ সিরিজের সেই টুপি বহু বছরের পুরনো হওয়ায় সূর্যের তাপে রং চটে গেছে, পোকায় কাটার সঙ্গে সামনের দিকে ছিঁড়েও গেছে।

নিলামে ওঠার ১০ মিনিটের মাথায় ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হয়ে যায়। নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছিল প্রায় ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার টাকা।

শেষে বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ প্রায় ২ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকায় বিক্রি করা হয়। তবে ‘প্রিমিয়াম প্রাইস’সহ টুপিটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা।

ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ সিরিজে ভারতের বিপক্ষে ৬ ইনিংসে ১৭৮.৭৫ গড়ে ৭১৫ রান করেছিলেন ব্র্যাডম্যান। তিনটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

এর আগে ব্র্যাডম্যানের বিক্রি হওয়া ব্যাগি গ্রিন টুপির দাম ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪৭ লাখ টাকা। ১৯২৮ সালে অভিষেক টুপিটি ২০২০ সালে বিক্রি হয়েছিল।

একই বছর অস্ট্রেলিয়ার প্রয়াত স্পিন জাদুকর শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন বিক্রি হয়েছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৭৯ লাখ টাকায়। টুপিটি দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা দিয়েছিলেন প্রথম বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের রেকর্ড গড়া লেগস্পিনার।