অনলাইন ডেস্ক :
উইকেটরক্ষক টম ব্লান্ডেলের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লড়াইয়ে ফিরেছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম দিন ৯ উইকেটে ৩২৫ রান করে প্রথম ইনিংস ঘোষনা করেছিলো ইংল্যান্ড। জবাবে এরপর ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন ব্লান্ডেলের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩০৬ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ১৩৮ রান করেন ব্লান্ডেল। ১৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৭৯ রান করেছে ইংল্যান্ড। ৮ উইকেট হাতে নিয়ে ৯৮ রানে এগিয়ে ইংল্যান্ড। ডেভন কনওয়ে ১৭ ও নিল ওয়াগনার ৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। ২৭ রান করে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের শিকার হন ওয়াগনার। ছয় নম্বরে নেমে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ড্যারিল মিচেল। এতে ৮৩ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। ষষ্ঠ উইকেটে ৭৫ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের রান দেড়শ পার করেন কনওয়ে ও ব্লান্ডেল। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৭৭ রানে আউট হন কনওয়ে। ১৫১ বল খেলে ৭টি চার ও ১টি ছয় মারেন তিনি। কনওয়ে ফেরার পর সপ্তম উইকেটে মাইকেল ব্রেসওয়েলের সাথে ২৪, অষ্টম উইকেটে স্কট কুগেলিজনের সাথে ৫৩ রান যোগ করেন ব্লান্ডেল। ব্রেসওয়েল ৭ ও কুগেলিজন ২০ রান করেন। দশ নম্বরে নামা অধিনায়ক টিম সাউদি ১০ রানে থামেন। ২৪৭ রানে নবম উইকেট হারায় নিউজিল্যান্ড। তখন অন্যপ্রান্তে ৮২ রানে ছিলেন ব্লান্ডেল। শেষ উইকেটে ব্লেয়ার টিকনারকে নিয়ে ২৩তম টেস্ট ম্যাচে চতুর্থ সেঞ্চুরির দেখা পান ব্লান্ডেল। ইংল্যান্ড পেসার জেমস এন্ডারসনের শিকার হয়ে শেষ ব্যাটার হিসেবে ব্লান্ডেল আউট হলে ৩০৬ রানে থামে নিউজিল্যান্ড ইনিংস। শেষ উইকেটে ৫৯ রানের জুটি গড়েন ব্লান্ডেল-টিকনার। ১৯টি চার ও ১টি ছক্কায় ১৮১ বলে ১৩৮ রান করেন ব্লান্ডেল। ইংল্যান্ডের ওলি রবিনসন ৪টি ও এন্ডারসন ৩টি উইকেট নেন। ১৯ রানের লিড নিয়ে দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। দলকে ৫২ রানের সূচনা এনে দেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ৬৮ রানের মধ্যে বিদায় নেন উদ্বোধনী জুটি। ক্রলিকে ২৮ রানে পেসার কুগেলিজন ও ডাকেটকে ২৫ রানে আউট করেন পেসার টিকনার। ওলি পোপ ১৪ ও নাইটওয়াচম্যান ব্রড ৬ রানে অপরাজিত আছেন।
আরও পড়ুন
জয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ
রংপুর স্টেডিয়ামের নতুন নাম ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা