অনলাইন ডেস্ক :
ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দরে ব্যাপক উল্লম্ফন ঘটেছে। শুক্রবার (১৫ অক্টোবর) গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে এ মুদ্রার দাম। যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রক সংস্থা ক্রিপ্টোকারেন্সি নীতি অনুমোদন দিতে যাচ্ছে বলে খবর রটার পর থেকে শুক্রবার (১৫ অক্টোবর) শীর্ষ ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দর ৬০ হাজার ডলার ছুঁইছুঁই। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আগামী সপ্তাহে প্রথম ইউএস বিটকয়েন ফিউচার ইটিএফ (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) ট্রেডিং শুরু করার অনুমতি দিতে প্রস্তুত বলে বৃহস্পতিবার খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ। এ খবর প্রকাশ হওয়ার পর বিটকয়েনের দর ঊর্ধ্বমুখী। কয়েনডেস্কের ওয়েবসাইটে দেখা যায়, গতকাল শুক্রবার বিটকয়েনের দর সাড়ে তিন শতাংশ বেড়ে ৫৯, ২৭৯ ডলার স্পর্শ করেছে। এর আগে গত এপ্রিলে এ মুদ্রার দর সর্বোচ্চ ৬৪, ৮৯৫ ডলার পর্যন্ত উঠেছিল। বিটকয়েন মাইনিংয়ের শীর্ষ দেশ চীন গত মাসে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার পর বড় ধাক্কা খায় ডিজিটাল মুদ্রা। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে চীনের বিপরীত পথে হাঁটবে তারা। ফলে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতার আশায় বিটকয়েনের বাজার ফের চাঙ্গা হয়ে উঠেছে। চীনে নিষিদ্ধ হওয়ার পর ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে প্রথম বিটকয়েন ইটিএফ (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) এর অনুমোদনের খবরের অপেক্ষায় রয়েছেন। সাম্প্রতিক মাসগুলিতে বিটকয়েন বিনিয়োগকারী ও মাইনারদের কিছু সমাবেশে যুক্তরাষ্ট্রের ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করা হয়। বিটকয়েন কীভাবে মূলধারার মুদ্রা এবং এর ট্রেডিং আরও গতিশীল করা যায় সে ব্যাপারেও আলোচনা হয় এসব সমাবেশে। উল্লেখ্য, ক্রিপ্টোকারেন্সি মুদ্রার কোনো কেন্দ্রীয় ব্যাংক বা নির্দিষ্ট দেশ নেই। ইন্টারনেটের এ মুদ্রার লেনদেন হয়ে থাকে। সম্প্রতি এ মুদ্রার দর অনিয়ন্ত্রিতভাবে উঠানামা করছে বলে লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড