January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 8th, 2022, 7:35 pm

ব্ল্যাক ওয়ার : টিজারে ঝলক দেখালেন শুভ

অনলাইন ডেস্ক :

আলোচিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমা দেখে মন ভরেনি আরিফিন শুভ ভক্তদের। ধুন্ধুমার অ্যাকশনের সঙ্গে সিনেমাটির জন্য নয় মাস পরিশ্রম করে শুভ যে শারীরিক পরিবর্তন এনেছেন সেটির কিছুই সেভাবে দেখানো হয়নি। অবশেষ সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। ‘মিশন এক্সট্রিম’ সিনেমার সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’র টিজারে তেমনই অভাস মিলেছে। আগামী বছরের ৬ জানুয়ারি মুক্তি পাবে আরিফিন শুভর অ্যাকশনধর্মী এই সিনেমাটি। বুধবার রাতে প্রকাশ পেয়েছে সিনেমাটির ধুন্ধুমার অ্যাকশন ও সাসপেন্সে ভরা ৬৩ সেকেন্ডের ঝলক। সেখানে দেখা মেলিছে আরিফিন শুভর সেই সুঠাম দেহের। যা এরইমধ্যে সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে। ‘ব্ল্যাক ওয়ার’র অন্যতম প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘দর্শকদের টিজার পছন্দ হয়েছে এটা টিমকে বুস্ট আপ করবে। তবে মূল সিনেমাটি পছন্দ হলে তবেই আমাদের পূর্ণ তৃপ্তি আসবে। আমরা প্রত্যাশার মাত্রা বাড়ানোর পক্ষে না। কারণ সীমাহীন সীমাবদ্ধতা নিয়ে আমরা সিনেমা বানাই। আমরা আশা করি ভুল ত্রুটি ক্ষমা করে দর্শক আমাদের অনুপ্রেরণা হয়ে সাথে থাকবেন।’ কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘৬ তারিখ প্রেক্ষাগৃহে আসছে ব্ল্যাক ওয়ার। টিজার প্রকাশ করে আমরা দর্শকদের সিনেমাটির কিছুটা স্বাদ দেওয়ার চেষ্টা করেছি। খুব শিগগিরই অফিশিয়াল ট্রেলার নিয়েও আমরা হাজির হতে যাচ্ছি।’ আরিফিন শুভ বলেন, ‘‘দীর্ঘ অপেক্ষার পর আসছে ‘ব্ল্যাক ওয়ার’। বুধবার টিজার প্রকাশ পেল, ভালো- নাকি খারাপ হয়েছে- দর্শক তা বিচার করবেন। নতুন বছরের প্রথম সপ্তাহে সবার জন্য সিনেমাটি আমাদের উপহার।’’ সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি হতে যাচ্ছে এটি। টিজার আসার পর সবাই প্রশংসা করছে, এবার পুরো সিনেমা দর্শকদের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে।’ ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান শওদাগর, খশরু পারভেজ প্রমুখ।