অনলাইন ডেস্ক :
ঘোষণার তিন বছর পর দীর্ঘ অপেক্ষা শেষ হলো। অবশেষে ভারতীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪টায় প্রথম শো হলো তামিল মেগাস্টার থালা অজিতের সিনেমা ‘ভালিমাই’-এর। টাইমস অব ইন্ডিয়ার খবর, বহুল প্রতীক্ষিত এ সিনেমা বেশ কয়েক সপ্তাহ ধরে টক অব দ্য টাউন। ভোর ৪টায় প্রথম শো প্রদর্শন হয় তামিলনাড়ু রাজ্যজুড়ে। প্রিয় তারকাকে একবার দেখার জন্য প্রেক্ষাগৃহগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে। বুধবার থেকে বিভিন্ন এলাকায় ভক্তরা নানান আয়োজন করেছে। বাদ্য বাজিয়ে, নেচেগেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। শুধু ভক্তরাই নয়, পার্টিতে যোগ দিয়েছেন হল মালিকেরাও। তাঁরা ডিজে পার্টির মতো বিভিন্ন আয়োজন করেছেন। এত উদযাপনের কারণ, দীর্ঘদিন ভক্তরা থালা অজিতের সিনেমা দেখতে পারেননি। ৯৩২ দিন পর বড় পর্দায় এ তারকাকে দেখলেন তাঁরা। ভালিমাই’ সিনেমায় তুখোড় পুলিশের ভূমিকায় দেখা গেছে অজিতকে। এইচ ভিনোত পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন কার্তিকেয়া, হুমা কুরেশি, যোগী বাবু, সুমিত্রা, পুগাঝা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন বনি কাপুর। এটি তাঁর প্রযোজিত প্রথম সর্বভারতীয় সিনেমা।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!