অনলাইন ডেস্ক :
ক্যারিয়ারের প্রথম ছবি ‘রিফিউজি’ দিয়েই বাজিমাত করেছিলেন কারিনা কাপুর খান। অভিষেক বচ্চনের বিপরীতে এ ছবিতে দুর্দান্ত অভিনয়শৈলী দেখান। সে সময় কাপুর পরিবারের কনিষ্ঠ অভিনেত্রী হিসেবে ভালো কারিশমা দেখান তিনি। বড় বোন কারিশমা কাপুরের পথ ধরেই হাঁটেন তিনি। ‘রিফিউজি’র পর আর থেমে থাকতে হয়নি। তর তর করে এগিয়েছে কারিনার ক্যারিয়ার। ধারাবাহিকভাবে অনেক ব্যবসা সফল ছবি উপহার দেন তিনি। এদিকে ক্যারিয়ারের মাঝামাঝি সময়ে এসে সাইফ আলী খানের সঙ্গে সম্পর্কে জড়ান ও বিয়ে করেন এ নায়িকা। বর্তমানে তাদের ঘরে দুই সন্তান রয়েছে। তবে অনেকেই মনে করেছিলেন বিয়ে ও সন্তান জন্মের পর কারিনার ক্যারিয়ার আর হয়তো বেশি দূর এগুবে না। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন কারিনা। সন্তান জন্মের কিছুদিনের মধ্যেই নিজেকে আগের মতো জিরো ফিগারে নিয়ে আসেন তিনি। এরপর কয়েকটি ছবিতে অভিনয় করে নিজের সফলতা অক্ষুণ্ণ রাখেন। তবে কারিনা এখন আর গতানুগতিক চরিত্রে অভিনয় করতে চান না। ভিন্নমাত্রার চরিত্র হলেই কেবল কাজ করেন। এদিকে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। নিজের ব্যক্তিগত, পারিবারিক ও ক্যারিয়ার নিয়ে শতভাগ সন্তুষ্ট বলেও তিনি জানিয়েছেন। কারিনা একটি সাক্ষাৎকারে সম্প্রতি বলেন, আমি এরইমধ্যে প্রায় দুই দশক পার করেছি বলিউডে। এখনো কাজ করে যাচ্ছি। দর্শক আমাকে ভালোবাসে বলেই এটা সম্ভব হয়েছে। পাশাপাশি আমার স্বামী সাইফ আলী খান ও পুরো কাপুর পরিবারের উৎসাহ ছিল। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমার এত সুখী হওয়ার পেছনের রহস্যটা কি? রহস্য ফাঁস করে উত্তরে বলতে হয়, আমার পরিবার। পরিবারের কারণে আমি প্রতিনিয়ত উৎসাহ পাই এগিয়ে যাওয়ার। তাছাড়া নিজের চেষ্টা ও পরিশ্রমটাও লাগে। আমি সেটা সব সময় করেছি। এখনো করে যাচ্ছি। পরিশ্রম করলে ফল মিলবে সেটা ছোটবেলা থেকেই জেনে এসেছি। আমি আমার জীবনের প্রতিটি জায়গায় বিষয়টি মেনে চলি।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব