January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 18th, 2021, 7:42 pm

ভক্তদের প্রশংসায় ভাসছেন দেব

অনলাইন ডেস্ক :

দেবের ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছে ‘গোলন্দাজ’ সিনেমার ট্রেলার। এর আগে এ সিনেমার টিজারেই শোরগোল পড়ে গিয়েছিল টলিপাড়ায়। এবার সে সিনেমা মুক্তির অপেক্ষাও ফুরাচ্ছে। আসছে পূজাতেই মুক্তি পেতে যাচ্ছে দেব অভিনীত ‘গোলন্দাজ’ সিনেমাটি। ট্রেলার প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভাসছেন দেব। ট্রেলার দেখে বোঝা যায়, ফুটবলের উত্তেজনার সঙ্গে দেশপ্রেমের এক আবেগের গল্প ফুটে উঠেছে এ সিনেমায়। ফলে এবারের পূজায় অন্যরকম এক সিনেমার স্বাদ পেতে যাচ্ছেন দেবের ভক্তরা। সিনেমায় নতুন এক রুপে দেখা যাবে দেবকে। নিজেকে যেনো একেবারে ভেঙেচুড়ে নগেন্দ্রপ্রসাদ হয়ে উঠেছেন তিনি। হ্যাঁ, দেব এ সিনেমায় নগেন্দ্রপ্রসাদের চরিত্রে অভিনয় করেছেন। নগেন্দ্রপ্রসাদ একজন ফুটবল পাগল মানুষ, যার মনের মধ্যে রয়েছে অগাধ দেশপ্রেম। ইংরেজ সৈন্যদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প উঠে এসেছে নগেন্দ্রপ্রসাদ আর ফুটবলকে কেন্দ্র করে। সিনেমাটিতে শোভাবাজারের রানি এবং নগেন্দ্রপ্রসাদের স্ত্রী কমলিনীর ভূমিকায় দেখা যাবে ঈশা সাহাকে। সারপ্রাইজ হিসেবে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। তাকে এই সিনেমায় দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায়। সিনেমাটির কাহিনি লিখেছেন দুলাল দে, ইন্দ্রাশিস ও জয় ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। সিনেমাটোগ্রাফি করেছেন সৌমিক হালদার। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘গোলন্দাজ’ সিনেমাটি।