January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 14th, 2025, 9:40 pm

ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি

অনলাইন খেলা ডেস্ক:

কয়েকদিন আগে দল গড়া নিয়ে এক বিব্রতকর অবস্থায় পড়েছিল বার্সেলোনা। দানি ওলমো ও পাউ ভিক্টরের মতো তারকা ফুটবলারদের নাম রেজিস্ট্রেশন নিয়ে তাদের বেগ পোহাতে হয়েছে। সেই বিষয় এবং ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সংস্কার নিয়ে ভক্তদের বড় সুখবর দিয়েছেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। একইসঙ্গে তিনি লা লিগা কর্তৃপক্ষ, স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও সমালোচকদের একহাত নিয়েছেন।

এর আগে ৩১ ডিসেম্বরে মধ্যে ওলমো ও ভিক্টরের রেজিস্ট্রেশন করতে না পারায় মৌসুমের বাকি অংশে তাদের পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে যায় বার্সেলোনা। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরেএফইএফ) করা ফাইনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নিয়ম পূরণ করতে হতো তাদের। পরে বার্সা সভাপতি লাপোর্তা নির্ধারিত সময়ের মধ্যে দুই ফুটবলারের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সরবরাহ করেন স্পেন সুপ্রিম কোর্টে। সেখানেই তারা ওলমো-ভিক্টরকে রেজিস্ট্রেশনের দেন।

Barcelona: Dani Olmo and Pau Victor registration rejected by La Liga - BBC Sportদানি ওলমো ও পাউ ভিক্টর
তার আগে সমালোচকদের জবাবে আজ (মঙ্গলবার) বার্সা সভাপতি বলেছেন, ‘অনেকেই ক্লাবের পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার লক্ষ্য ঠিক করেছিল। সেটি ক্লাবের ভেতর কিংবা বাইরে উভয়দিক থেকে। তারা ইতিহাসের এমন এক পর্যায়ে এই কাজটি করেছে, যখন তারুণ্য নির্ভর ক্লাব আনন্দের অনেক উপলক্ষ্য নিয়ে আসছে। কিন্তু তারা (সমালোচক) আমাদের ধ্বংস করতে সর্বোচ্চ চেষ্টা করছে। ১২৫ বছরের ঐতিহাসিক ক্লাবকে অস্থিতিশীল করতে তাদের আরও পরিশ্রম করতে হবে।’

ওলমো-ভিক্টরের রেজিস্ট্রেশন নিয়ে লাপোর্তা বলেন, ‘আমরা ১:১ নিয়ম ফিরে পেয়েছি, যেটি আমাদের দলে দানি ওলমো ও পাউ ভিক্টরকে সাইন করাতে অনুমোদন দেয়। এটাই বার্সেলোনার শক্তির প্রমাণ এবং সকল রহস্য হটিয়ে দেয়। লা লিগা এবং ফেডারেশনের নেওয়া কোনো সিদ্ধান্তের কারণে আমি কখনোই পদত্যাগ করব না। আমরা কখনো আশা হারাইনি। তারা ক্লাব-ফুটবলার এবং ম্যানেজারকে ক্ষেপিয়ে তুলতে চেয়েছিল। এর মাঝেই আমরা (স্প্যানিশ) সুপারকাপ জিতেছি, যার মূল্য অনেক।’

সংস্কারাধীন ক্যাম্প ন্যু
শিগগিরই নতুনরূপে ক্যাম্প ন্যু স্টেডিয়াম পাওয়ার ব্যাপারেও আশাবাদি বার্সা সভাপতি, ‘এটি কোনো সংস্কার নয়, কেবল স্টেডিয়ামে ওপরে নতুন রং করছি এমনও নয়, সম্পূর্ণ নতুন একটি স্টেডিয়াম গড়া হয়েছে। আমরা অতি শিগগিরই নতুন স্টেডিয়ামে ফিরব। নতুন এই ক্যাম্প ন্যু আমাদের ভবিষ্যতে অনেক বেশি রাজস্ব এনে দেবে।’