অনলাইন ডেস্ক :
প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের ইলিনিয়েস অঙ্গরাজ্যে অ্যামাজনের একটি গুদামের ছাঁদ ধসে ছয়জন কর্মী নিহত হওয়ার পর সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। প্রশ্ন উঠেছে অ্যামাজনের কর্মীদের স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি নিয়েও। ভুক্তভোগী একজনের স্বজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে, তারা যদি উৎপাদনের চেয়ে কর্মীদের প্রতি যত্নশীল হতেন তাহলে এমনটা ঘটতো না। যদিও প্রতিষ্ঠানটির দাবি, ঝড়ের সময় তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন। ইলিনয়েস অঙ্গরাজ্যের অ্যাডওয়ার্ডসভিল ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার মধ্যরাতে ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে অ্যামাজনের একটি গুদামের ছাঁদ ধসে পড়ে। এতে ছয়জন প্রাণ হারান। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তিনি এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় বলেন, গুদামের ছাঁদ ধসে ছয়জন নিহত হওয়ার ঘটনায় তিনি মর্মাহত। তিনি তাদের স্বজনদের সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। এদিকে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলজুড়ে তান্ডব চালানো শক্তিশালী ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত প্রায় ১শ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। বিধ্বস্ত এলাকায় হন্যে হয়ে জীবিতদের খোঁজে উদ্ধার কাজ চলছে। আশা করা হচ্ছে যে, হয়তো ‘অলৌকিকভাবে’ কেউ বেঁচে থাকতে পারেন। স্থানীয় সময় গত শুক্রবার রাতে আঘাত হানা ওই ঘূর্ণিঝড়ের কবলে শুধু কেনটাকি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পাঁচটি অঙ্গরাজ্য। প্রায় ৫০টির মতো শক্তিশালী ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে বেশ কয়েকটি শহর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য কেনটাকিতে বিপর্যয় ঘোষণা করে জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম