January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 17th, 2023, 9:44 pm

ভবিষ্যৎ নিয়ে যা বললেন মেসি

অনলাইন ডেস্ক :

পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষের সময় যত ঘনিয়ে আসছে, তার ভবিষ্যৎ নিয়ে চর্চাও তত বাড়ছে। এসব নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন পিএসজি ফরোয়ার্ড। যদিও পরিষ্কার করে কিছু বললেন না তিনি। সবকিছু বরং সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকা। পিএসজির সঙ্গে ৩৫ বছর বয়সী মেসির চুক্তি মেয়াদ আছে চলতি মৌসুমের শেষ পর্যন্ত। যদিও এক বছর মেয়াদ বাড়ানোর পথ খোলা আছে তার সামনে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তার পুরনো ঠিকানা বার্সেলোনায় ফেরা নিয়ে কথা হয়েছে অনেক। তাকে ফেরানোর ইচ্ছার কথা বলেছেন কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। কদিন আগে দলটির স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি আশা প্রকাশ করে বলেন, আগামী মৌসুমে কাম্প নউয়ে মেসির সঙ্গে খেলতে চান তিনি। ফরাসি ফ্যাশন হাউজ লুই ভিতোঁর বিজ্ঞাপনী প্রচারণার এক অনুষ্ঠানে সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন রেকর্ড সাতবারের ব্যালন দ’অর জয়ী। “জানি না সামনে কী আছে, আমার ভবিষ্যত কী। আমি কল্পনা করতে পছন্দ করি। কী হতে পারে, তা নিয়ে ভাবতে পছন্দ করি। কিন্তু আমি সত্যিই জানি না, আমার ভবিষ্যৎ কোথায়। সৃষ্টিকর্তা যা চান, তাই হবে।”