অনলাইন ডেস্ক :
সম্প্রতি মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরীর ওয়েব সিরিজ ‘কারাগার’। রহস্যময় এ সিরিজটি মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছেন চঞ্চল। তার এমন দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ ভক্তরা। শুধু তাই নয়, অভিনেতার প্রশংসা করেছেন ভারতের নির্মাতা সৃজিত মুখার্জি। গত রোববার ফেসবুকে এক পোস্টে নির্মাতা সৃজিত মুখার্জি লেখেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে অভিনয় শেখানোর জন্য চঞ্চল চৌধুরীর চোখ প্রতিষ্ঠানে সংরক্ষণ করা উচিত। ‘‘কারাগার’’ ও ‘হইচই বাংলাদেশ’ হ্যাশট্যাগ। নির্মাতার ওই পোস্টের মন্তব্যে চঞ্চল চৌধুরী লেখেন, ‘এত বড় মূল্যায়ন! কৃতজ্ঞতা ও ভালোবাসা দাদা।’ গত ১৭ আগস্ট ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ‘কারাগার’র প্রথম পর্ব। এতে এক রহস্যময় কয়েদির চরিত্রে দেখা যায় তাকে। কারাগারের ১৪৫ নম্বর কক্ষে হঠাৎ আবিষ্কার হয় অভিনেতা। সেখানে তাকে দেখা যায় একজন বোবা ও বধির চরিত্রে। ইশারায় এক অদ্ভত তথ্য দেন তিনি, জানান প্রায় দুইশ বছর ধরে কারাগারে রয়েছেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানকে হত্যার অপরাধে। এমন তথ্যে হৈচৈ পড়ে কারাগারে। এ নিয়েই গল্প শুরু। সিরিজটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকি। এতে আরও অভিনয় করেছেন- ইন্তেখাব দিনার, বিজরী বরকত উল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, আফজাল হোসেন প্রমুখ।
আরও পড়ুন
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী