December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 14th, 2024, 7:47 pm

‘ভয়ংকর আয়নাঘর’ নির্মাণ করবেন খোকন

অনলাইন ডেস্ক :

‘ভয়ংকর আয়নাঘর’ নামে ছবি নির্মাণ করতে যাচ্ছেন বদিউল আলম খোকন। তাঁর ক্যারিয়ারের বেশির ভাগ ছবিতে শাকিব খানসহ বড় তারকারা অভিনয় করলেও এবারের ছবিতে অভিনয় করবেন নতুনরা। এরইমধ্যে তাঁদের নিয়ে গ্রুমিংও শুরু করেছেন খোকন। ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে ঢাকা ও এর আশপাশে। প্রযোজনায় মা মণি ফিল্ম প্রোডাকশন।

বদিউল আলম খোকন বলেন, ‘বিগত সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের অমানবিক অত্যাচার সম্পর্কে সবাই পুরোপুরি জানতে পেরেছে। তবে আমরা আরো আগেই এর আংশিক জানতে পেরেছিলাম। তখনই এটা নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করেছিলাম। এমন ঘটনা যেন সমাজে পুনরাবৃত্তি না ঘটে সে জন্যই সিনেমার মাধ্যমে সমাজকে সচেতন করতে কাজটি করছি। এখনই ছবির পাত্র-পাত্রীদের নাম প্রকাশ করতে চাই না।

দর্শকের আগ্রহ বাড়ুক। ছবি মুক্তির ঠিক আগে আগে বড় প্রচারণার মাধ্যমে নতুন জুটিকে পরিচয় করিয়ে দেব। এর আগে আয়নাঘর নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা জয় সরকার। এতে প্রধান চরিত্রে অভিনয় করার কথা কেয়া পায়েলের। তবে কেয়া পায়েল জানান, তিনি সিনেমাটি করছেন না।