অনলাইন ডেস্ক :
গত চার বছর নতুন গানে পাওয়া যায়নি তুমুল জনপ্রিয় অডিও তারকা তৌসিফকে। এবার সেই অভাব ঘুচতে চললো। আসছে ঈদে মুক্তি পাচ্ছে তৌসিফের নতুন গান। তারেক আনন্দের কথায় এটির শিরোনাম ‘ভালোবাসো কিনা’। গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন টফি রেনার। গান বাজার থেকে কেন এই দীর্ঘ বিরতি? ‘বৃষ্টি ঝরে যায়’-খ্যাত এই শিল্পীর জবাব, ‘ভাইরাল গানের অস্থিরতায় নিজে একটু দম নিচ্ছিলাম। এর মাঝে ভালো গান শ্রোতারা শুনবে কিনা সেটা নিয়েও দ্বিধা-দ্বন্দ্ব ছিল। তাছাড়া ভেবেছি কোন গান দিয়ে ফিরে আসা যায়? তার পর তারেক আনন্দ ভাইয়ের সাথে এই গান হয়ে গেলো। আমার গান যারা পছন্দ করেন, তাদের নিশ্চয়ই ভালো লাগবে।’ মিউজিক ভিডিও আকারে ঈদ উপলক্ষে এটি প্রকাশ হবে জি সিরিজের ইউটিউব চ্যানেলে। তৌসিফের শেষ গান ‘চোখে মেঘ জমেছে’ প্রকাশ হয় ২০১৮ সালে। স্যামুয়েল হকের কথায় গানটি প্রকাশ হয় জি সিরিজের ব্যানারে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!