ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক ব্যানার্জিকেই দায়িত্ব দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৩৪ বছর বয়সী অভিষেক মমতার ভাগ্নে ও একজন সংসদ সদস্য।
গেল বছরের মে মাসে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে মমতার তৃণমূল কংগ্রেস। এর এক মাস পর অভিষেককে দলের সাধারণ সম্পদক করা হয়।
তবে মমতার ভাগ্নে অভিষেক ব্যানার্জি দলটিতে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কথা বললে এ নিয়ে দলের জ্যৈষ্ঠ ও তরুণ নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আর এ বিরোধ দূর করতে মমতা গত সপ্তাহে তার পদ ছাড়া দলের সব পদ বাতিল করেন।
তৃণমূল কংগ্রেসের জ্যৈষ্ঠ নেতা যারা একসঙ্গে দল ও সরকারের একাধিক পদে রয়েছেন তারা এ প্রস্তাবিত নীতির বিরোধিতা করেন। এর পরিবর্তে দল পরিচালনা করতে মমতা ২০ সদস্য বিশিষ্ট জাতীয় কার্যকরী কমিটি গঠন করেন।
শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের এক নেতা ইউএনবিকে বলেন, ‘কমিটির এক সভায় অভিষেককে দলের সাধারণ সম্পাদক করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সভায় মমতা সভাপতিত্ব করেন।’
—ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে