October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 6:32 pm

ভাগ নয়,অধিকার চাই রংপুর সদর আমাদেরই

রংপুর ব্যুরো:

ভাগ নয়, অধিকার চাই—রংপুর সদর আমাদেরই” এই শ্লোগানকে সামনে রেখে দ্বিতীয় দিনেও নির্বাচন কমিশন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডবাসী এবং রংপুর সদর-৩ আসন রক্ষা কমিটি।বুধবার দুপুরে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক কাউন্সিলর নজু দেওয়ানী, ছাত্রনেতা নাহিদ হাসান খন্দকারসহ আরো অনেকে।বক্তারা বলেন, রংপুরের ঐতিহ্যবাহী ৯ নং ওয়ার্ডকে অন্যত্র সংযুক্ত না করে রংপুর-৩ আসনের অন্তর্ভুক্ত রাখতে হবে। এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং জনগণের অধিকার ও দীর্ঘদিনের দাবি। এ দাবি অগ্রাহ্য করা হলে রংপুরবাসী তা মেনে নেবে না।পরে জেলা নির্বাচন কমিশনারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। তারা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করে দাবি জানানোর পাশাপাশি শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করে তোলেন।