ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলায় কৈডুবী রেল ক্রসিংয়ের সামনে শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে একটি বাস ও থ্রি-হুইলার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে যাত্রা করা নিউ মর্ডান পরিবহন ভাঙ্গার কৈডুবী রেল ক্রসিংয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
নিহতরা হলেন নুরুন্নার বেগম (৫৫), তার মেয়ে রিমু বেগম (৩৫) এবং শিশু সন্তান রায়হান (৩)। একই ঘটনায় একজন অজ্ঞাতনামা বৃদ্ধও (৬৫) নিহত হয়েছেন। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, বাসটিকে আটক করা হয়েছে। নিহত অজ্ঞাতনামা বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানাচ্ছেন, ক্রসিং এলাকায় যানজট এবং অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এই দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
রাজশাহীতে বিএনপির ৪ টি আসনে প্রার্থীর মনোনয়ন নিয়ে টানাপোড়েন
পাকিস্তান-ইন্দোনেশিয়াসহ ৪ দেশে বন্ধ হচ্ছে ভয়েস অব আমেরিকা
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের