November 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 9th, 2025, 7:25 pm

ভাঙ্গুড়ায় এতিম দুই শিশুর পাশে দাঁড়ালো “আমরা বিএনপি পরিবার”

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা :

বাবা-মাকে হারিয়ে অসহায় হয়ে পড়া দুই এতিম ভাই-বোনের পাশে দাঁড়িয়েছে “আমরা বিএনপি পরিবার।  ‘ আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক  ও  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান   তারেক রহমানের নির্দেশে আজ শনিবার বিকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়িয়া গ্রামে ৯ বছরের মরিয়ম ও ৫ বছরের ইসমাইল – এই দুই ভাই-বোনের হাতে নগদ অর্থ তুলে দেন  দেশনেত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও  পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন।  এসময় পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এড.মাসুদ খন্দকার ,আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়া গ্রামের দিনমজুর মৃত ওয়াজেদ আলীর শিশু কন্যা ও পুত্র সন্তান রেখে ওদের মা সম্প্রতি মারা যান। । বাবা হারানোর পর ওরা মায়ের আদরে বড় হচ্ছিল । মা আজিমা খাতুন মানুষের বাড়িতে কাজ করে দুই সন্তানকে নিয়ে কোনরকমে সংসার চালিয়ে যাচ্ছিলেন। এ অবস্থায় ওদের মা আজিমা খাতুন মারা যান। বর্তমানে এই পরিবারের চার শতক জায়গায় একটি টিনের কুঁড়েঘর ছাড়া আর কিছুই নেই। এতে খাদ্য কষ্টে মানবেতর জীবন যাপন করছিল দুই ভাই বোন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে।  তিনি আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনকে অসহায় ওই ভাই-বোনের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব জাফর ইকবাল হীরক, বিএনপি নেত্রী আরিফা সুলতানা রুমা, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ প্রমুখ।