মাহবুব উল আলম, ভাঙ্গুড়া, (পাবনা) সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা ও গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষণ টিআর কর্মসূচীর আওতায় ৬৯টি প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। ইউএনও নাজমুন নাহার ও প্রকল্প বাস্তবায়ন অফিসার ফেরদৌস আলম নিয়মিত এসব প্রকল্প তদারকি করছেন। বুধবার তারা সরেজমিন দিলপাশার ও পারভাঙ্গুড়া ইউনিয়নে এসব প্রকল্পের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।
জানাগেছে, ২০২৪-২৫ আর্থিক বছরে উপজেলায় প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য কাবিটা প্রকল্পে ৮৬ লক্ষ এবং রক্ষণাবেক্ষণ অবকাঠামো প্রকল্পে ৮৪ লক্ষ টাকা বরাদ্দ হয়। এর মধ্যে ৪০টি প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অবশিষ্ট প্রকল্প জুন মাসের মধ্যে সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো.ফেরদৌস আলম জানান,উপজেলার গ্রামীণ যোগায়োগ ব্যবস্থার উন্নয়নে নতুন ও বিভিন্ন সংস্কার কাজের জন্য প্রকল্পগুলো গৃহিত হয়। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা বাস্তবয়নের কাজ করছেন। তিনি বলেন,কাবিটা প্রকল্পে কাজের শুরুতেই অর্ধেক বিল প্রদানের সুযোগ আছে। তবে এখন পর্যন্ত কোনো প্রকল্পের সম্পূর্ন বিল ছাড় করা হয়নি। প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়ার পর পুরো বরাদ্দ প্রদান করা হবে। প্রতিটি প্রকল্পে শতভাগ কাজ বাস্তবায়ন করা হবে । ইতোমধ্যে ৪০টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের ভাঙ্গুড়া উপজেলায় ১ ম ও ২য় পর্যায়ে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার ( টিআর/ কাবিটা) প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য কমিটি চুক্তিনামা সম্পন্ন করে ৫০% অগ্রিম বরাদ্দের জন্য চাহিদা পত্র দাখিল করেন। পরিপত্র অনুযায়ী প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য ৫০% বিল ছাড় করা হয়েছে। মাঠ পর্যায়ে প্রকল্পের কাজ চলমান আছে। তিনটি প্রকল্পে ফসল থাকায় কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে ফসল উঠলেই কাজ সম্পন্ন করা হবে। এ সব প্রকল্পে কোনো অনিয়মের সুযোগ নেই বলেও ইউএনও জানান।।
আরও পড়ুন
পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
বাবুগঞ্জে খাল খননের মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ লক্ষ টাকা জরিমানা
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে – রংপুরে রুমিন ফারহানা