ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা : চলতি অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার ভাঙ্গুড়ায় তিল ও মুগ ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০০ কৃষকের মধ্যে ৩০০ জন কৃষককে ১ কেজি তিলের বীজ, ১০০ জন কৃষককে ৫ কেজি মুগ ডালের বীজ, প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার এই কার্যক্রমের উদ্বোধন কেেরন। এ সময় অতিরিক্ত কৃষি অফিসার মো. নাজমুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল